চোখ মেলে তাকালেন সৌমিত্র চট্টোপাধ্যায়

স্নায়বিক অবস্থার খুব সামান্য উন্নতির কারণে বৃহস্পতিবার ডাকাডাকির পর চোখ মেলে কয়েকবার তাকিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
তার অবস্থা এখনো সংকটজনক। তার প্রথম পর্যায়ে ডায়ালাইসিস শেষ হয়েছে। তবে ডাক্তারদের চিন্তায় রেখেছে তার হিমোগ্লোবিনের মাত্রা। তা কমে যাওয়ায় রক্ত দিতে হচ্ছে অভিনেতাকে।
চিকিৎসকেরা জানিয়েছেন, এ দিনও একই রকম সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে। ডায়ালাইসিসের পর রক্তে জমে যাওয়া দূষিত পদার্থের মাত্রা কিছুটা কমেছে। বিকেলে ফের একদফা ডায়ালাইসিস হবে।
হিমোগ্লোবিন কমে যাওয়ায় সৌমিত্রকে বারবার রক্ত দেওয়ার দরকার পড়ছে। এই বিষয়টিই আরও ভাবাচ্ছে চিকিৎসকদের। তারা বলেন, গত চার দিনের মধ্যে এ দিনই একটু ‘স্টেবল’ আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কোনোরকম সাপোর্ট ছাড়াই তার রক্তচাপ স্বাভাবিক রয়েছে।